অধ্যক্ষের বানী
মানব কল্যাণ ও সামাজিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ক্ষেত্রে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। শিক্ষাই পারে জীবনের গতি পথের সার্বিক পরিবর্তন করতে। শিক্ষাকে উপজীব্য করে অনেক জাতিই বিশ্ব দরবারে প্রশংসিত ও প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ব আজ দ্রুত পরিবর্তনের ধারায় ধাবমান। এই পরিবর্তনকে মানিয়ে নিয়ে এবং বিশ্বায়নের চ্যালেঞ্জকে মাথায় নিয়ে সবাইকে সমানতালে এগিয়ে যেতে হবে পরবর্তী লক্ষ্যে। উন্নত রাষ্ট্র গঠনের জন্য আজকের ছাত্র সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেই প্রচেষ্টায় সামিট স্কুল একটি উজ্জ্বল নাম।
বর্তমানে এই প্রতিষ্ঠানের নতুন উদ্যোগ ‘অনলাইন কার্যক্রম’ সেই প্রচেষ্টাকে আরও বহুগুণ বাড়িয়ে দিবে। আগামী দিনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে অত্র বিদ্যালয়ের ওয়েবসাইট প্রনয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। নিয়মিতভাবে ওয়েব সাইটটি ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করা হল। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ ক্ষেত্রে একজন সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে এ আমার প্রত্যাশা।